করোনা কলীন সময়ে রাউজানবাসীর অভিভাবক ও মাননীয় সাংসদ জননেতা জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী (এম.পি) মহোদয়ের পৃষ্ঠপোষকতায় বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি জনাব ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত একটি সেচ্ছাসেবক টিম প্রায় শতাধিক লাশ দাফন কাফন ও সৎকার কাজ সম্পাদন করেছিলেন। বর্তমানে করোনা মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে লাশের সংখ্যা বেড়েই চলেছে এবং করোনায় মৃত্যুবরণকারী এইসব লাশ দাফন কাফনে এই সেচ্ছাসেবক টিমের সাথে গাউসিয়া কমিটি বাংলাদেশ-রাউজান উপজেলা শাখাও সমন্বয় করে কাজ করার ইচ্ছা পোষণ করেন। সেই ধারাবাহিতায় আজ ‘শেষ বিদায়ের সাথী’র ভবিষ্যত দাফন-কাফন ও সৎকারের জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রাউজান পৌরসভার সম্মানিত মেয়র জনাব জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে সভায় রাউজানে করোনা মহামারীতে কেউ মৃত্যুবরণ করলে এই টিমের মাধ্যমে দাফন কাফন ও সৎকারের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য সভায় সর্বসম্মতিক্রমে সেচ্ছাসেবক টিমের নাম ‘শেষ বিদায়ের সাথী’ রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জনাব জানে আলম জনি সহ দাফন কাফন টিমের নেতৃবৃন্দ।