হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল, হতদরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, কৃষকদের মাঝে কীটনাশক ঔষধ সহ স্প্রে মেশিন, এতিম ও অনাথ শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও বস্ত্র বিতরণ, শ্রমিক আর পথচারিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, মেধাবি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ ও পৌরসভা কার্যালয় আঙ্গীনায় বৃক্ষরোপণ সহ বহুমাত্রিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ও রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য তরুণ রাজনীতিবিদ জনাব ফারাজ করিম চৌধুরী।