নতুন বছরে পরিবেশ দূষণ রোধ ও সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করার লক্ষ্যে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায়, প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ রাউজান পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের মাননীয় সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।
উল্লেখ্য, বস্তা প্রতি আবর্জনায় ১শত টাকা দেওয়ার কথা থাকলেও উদ্বোধনী দিন উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় প্রতি বস্তায় আগত জনসাধারণকে শুধুমাত্র আজকের দিনের জন্য ২শত টাকা করে প্রদান করা হয়।