গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ও রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি’র নির্দেশে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজলা স্কাউটসের সার্বিক সহযোগিতায় আজ ১১ই মার্চ রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার শিক্ষার্থীদের কাছ থেকে আবর্জনা ক্রয় করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, তরুণ রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব ফারাজ করিম চৌধুরী।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জনাব জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব জোনায়েদ কবির সোহাগ।
গত দুই মাস যাবত চলমান এই কর্মসূচীর অংশ হিসেবে আজ ৩ হাজার শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক পলিথিন ও অপচনশীল আবর্জনা ক্রয় করে পৌরসভা।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর শওকত হাসান, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী সহ রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।